অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথম ম্যাচেই হতাশাজনক শুরু হলো পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের। সিডনি সিক্সার্সের হয়ে অভিষেক ম্যাচে মাত্র পাঁচ বল খেলেই ফিরে যেতে হয় তাকে।
রবিবার টুর্নামেন্টের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে পার্থ স্কর্চার্সের মুখোমুখি হয় সিডনি সিক্সার্স। বৃষ্টির কারণে ম্যাচটি সংক্ষিপ্ত হয়ে ১১ ওভারে নেমে আসে।টস হেরে ব্যাটিংয়ে নামা সিক্সার্সের ইনিংসের সূচনা করেন বাবর আজম, তবে ব্যাট হাতে স্বস্তিতে দেখা যায়নি তাকে।প্রথম তিন বলে কোনো রান না পেয়ে চাপেই ছিলেন বাবর। তৃতীয় ওভারের চতুর্থ বলে ডাবল নিয়ে রানের খাতা খুললেও পরের বলেই বিদায় নেন তিনি। ব্রডি কাউচের বলে বোলারের মাথার ওপর দিয়ে শট খেলতে গিয়ে টাইমিং করতে ব্যর্থ হন বাবর।মিড-অনে লরি ইভান্সের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। বাবরের ইনিংস থামে ২ রানেই।সিডনি সিক্সার্সের হয়ে জ্যাক এডওয়ার্ডস ২১ বলে ২ ছক্কা ও ৬ চারে ৪৬ রান করে সর্বোচ্চ স্কোর করেন। দলটি ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৩ রান।লক্ষ্য তাড়ায় পার্থ স্কর্চার্সের হয়ে কুপার কনোলি ঝড়ো ব্যাটিং করেন। ৩১ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৫৯ রান করে তিনি দলকে পাঁচ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় এনে দেন।এই ম্যাচের মধ্য দিয়ে বাবর আজমের সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্ম নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবশেষ ১০ ইনিংসে চারবারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি তিনি, এর মধ্যে তিনবার আউট হয়েছেন শূন্য রানে। যদিও এই সময়ে দুটি ফিফটিও রয়েছে তার নামের পাশে।ক্যারিয়ারে এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩২৯ ম্যাচ খেলে বাবর আজমের সংগ্রহ ১১ হাজার ৫৩৮ রান। তার রয়েছে ১১টি সেঞ্চুরি ও ৯৫টি ফিফটি। টি-টোয়েন্টিতে বাবরের চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইল, যার নামের পাশে রয়েছে ২২টি শতক।