বাংলাদেশ প্রেসক্লাবের মুগদা থানা শাখার পক্ষ থেকে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়বের সাথে মতবিনিময় হয়েছে। শনিবার মুগদা থানায় এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় স্থানীয় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে মুগদা থানাকে একটি রোল মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের সেবায় আমরা সর্বদা প্রস্তুত।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের মুগদা থানা শাখার সভাপতি আব্দুর সবুর রবিন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোঃ এম ওয়াই শাহিন , সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সাগর, সহ সাংগঠনিক সম্পাদক আলামিন আবির, প্রচার সম্পাদক, প্রিয়া চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সদস্য কামরুল ইসলাম ছিলেন সদস্য সিমন ,এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসির দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন এবং স্থানীয় উন্নয়ন ও জননিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *